

পিরোজপুরে স্বরুপকাঠীতে বিএনপির সমাবেশে হামলায় আহত ১৫
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৪৩ পিএম, ৩১ আগস্ট,
বুধবার,২০২২ | আপডেট: ০৭:৩৫ এএম, ১ জুলাই,মঙ্গলবার,২০২৫

জ্বালানি তেলসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ভোলায় পুলিশের গুলিতে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতা নিহতের প্রতিবাদে পিরোজপুরের স্বরুপকাঠীতে বিএনপির বিক্ষোভ সমাবেশে হামলার ঘটনা ঘটেছে। এতে ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আজ বুধবার দুপুরে স্বরপকাঠী উপজেলার পৌর বিএনপির কার্যালয় এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক আলমগীর হোসেন।
আহতরা হলেন, পিরোজপুর পৌর স্বেচ্ছাসেবকদল নেতা সজল শিকদার (২৫), জেলা জাসাসের আহবায়ক জাহিদুল ইসলাম (৩০), সরকারী স্বরূপকাঠী কলেজ ছাত্রদলের আহবায়ক মো: হাসিবুর রহমান (২৪), যুবদল নেতা মোঃ ইমাম হোসেন (৪২) স্বেচ্ছাসেবকদল নেতা বেল্লাল (৩২), ফয়সাল মিয়া (২৭), মোঃ রাজু মিয়া (২৬), সাইফুল ইসলাম (৩৫), মো: সজিব আকন (২৮), ছাত্রদল নেতা আকাশ (২৬), মোঃ আকিব (২৭), মাহমুদ হাসানছি২৫), সালেহ আহমেদ (২৭), মোঃ আকিব (২৫), শরিফুল ইসলাম (২৪) ।
পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক আলমগীর হোসেন আরো জানান, আজ দুপুরে জ্বালানি তেলসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ভোলায় পুলিশের গুলিতে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতা নিহতের প্রতিবাদে উপজেলার পৌর বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ ও সমাবেশ ছিল। জেলার নেতাকর্মীরা সমাবেশস্থলে পৌছানোর আগে পথেই প্রথমে তাদের উপর ব্রিজের উপর থেকে ট্রলারে ইট নিক্ষেপ করে হামলা করা হয়। পরে বিএনপির কার্যালয়ের ইট ছুড়ে ও পাইপ-লাঠি নিয়ে হামলা চালানো হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের ১০-১৫ নেতাকর্মী আহত হয়। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।
পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু জানান, পরিকল্পিতভাবেই ছাত্রলীগ-যুবলীগের নেতা-কর্মীরা তাদের উপর হামলা চালিয়েছে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকেলও কোন হামলা না থামিয়ে উল্টো বিএনপির নেতা-কর্মীদের মারধর করেছে।
তবে এ বিষয়ে জানতে চাইলে স্বরুপকাঠী থানার ওসি আবির মো: হোসেন জানান, তেমন কোন হামলার ঘটনা ঘটেনি। পরিস্থিতি শান্তিপূর্ণ রয়েছে।