

গুইমারা উপজেলা বিএনপির নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:১৫ পিএম, ২৯ আগস্ট,সোমবার,২০২২ | আপডেট: ১০:৩৫ এএম, ৭ জুলাই,সোমবার,২০২৫

বিএম.বাশার খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলা বিএনপির উদ্যোগে জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুৎ সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম ও স্বেচ্ছাসেবকদলের নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বিকালে পুলিশের বাঁধা উপেক্ষা এবং গন্ডির মধ্য দিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন গুইমারা উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন। মিছিলটি উপজেলা কার্যালয় থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা কার্যালয় এসে সমাপ্ত করা হয়। এসময় উপজেলা বিএনপির সভাপতি মোঃ ইউচুপ এর সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সোহাগ।
উপজেলা বিএনপির সভাপতি বলেন, কেন্দ্রীয় কমিটি এবং প্রিয় নেতা ওয়াদুদ ভূইয়ার ডাকে সাড়া দিয়ে রাজপথে নেমে রাতের ভোটের সরকারের পতন ঘটিয়ে জনগনের দুঃখ কষ্ট দূর করতে নিজেদেরকেই আন্দোলনে নামতে হবে। তাই আগামির ডাকে সকলকে ঐক্যব্ধ হয়ে আন্দোলনে নামার ঘোষণা দিয়ে সভা সমাপ্তি করেন।