

সাতকানিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:২৮ পিএম, ২৭ আগস্ট,শনিবার,২০২২ | আপডেট: ০১:১২ এএম, ১২ জুলাই,শনিবার,২০২৫

জ্বালানী তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং, গণপরিবহনের ভাড়া বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, ভোলায় পুলিশের গুলিতে নূরে-আলম ও আব্দুর রহিম-কে হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সাতকানিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক জামাল হোসেন এর দিকনির্দেশনায় বাজালিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ।
আজ শনিবার (২৭ আগস্ট) উক্ত সমাবেশ মোহাম্মদ রাশেদ এর সভাপতিত্বে ছাত্রনেতা আশিকুর রহমান আশিক পরিচালনায় উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপি নেতা মোহাম্মদ আলী। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন হারুনুর রশিদ।
উক্ত মিছিল ও সমাবেশে উপস্থিত ছিল নুরুল হক, মোহাম্মদ আনিস, জামশেন আলম, আরিফ উদ্দিন, ইসমাইল হোসেন, জাবেদ ওমর, আবু জাহেদ, আবদুল মাবুদ, তৌহিদুল ইসলাম তৌফা, মোহাম্মদ ফাহিম, হামিদুল ইসলাম, মোহাম্মদ তৌহিদ, মানিক, হাবিব, শাকিল, ইউনুস, ইমন, সালমান, তাহসিন, মিজবা সহ প্রমুখ।