

কাশিয়াডাঙ্গা থানা ছাত্রদলের আহ্বায়ক রনির উপর হামলার নিন্দা ও প্রতিবাদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৫৪ পিএম, ২৬ আগস্ট,শুক্রবার,২০২২ | আপডেট: ১২:০১ পিএম, ১৯ আগস্ট,মঙ্গলবার,২০২৫

রাজশাহী মহানগর ছাত্রদলের অন্তর্ভুক্ত কাশিয়াডাঙ্গা থানা ছাত্রদলের আহ্বায়ক মোমিনুল ইসলাম রনিকে সশস্ত্র সন্ত্রাসীরা হামলা করে চুরিকাঘাত করে। বর্তমানে রনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
উক্ত কাপুরুষোচিত সন্ত্রাসী হামলার ঘটনার তীব্র নিন্দা সহ প্রতিবাদ জানিয়েছেন রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি মোঃ আসাদুজ্জামান জনি, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আকবর আলী জ্যাকি, সিনিয়র সহ-সভাপতি মূর্তুজা ফামিন, সাংগঠনিক সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভ সহ রাজশাহী মহানগর এবং মহানগরের আওতাধীন সকল থানা, শিক্ষা প্রতিষ্ঠান, ওয়ার্ড ছাত্রদলের সর্বস্তরের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ অনতিবিলম্বে ঘটনার সাথে সংশ্লিষ্ট সকল দায়ী ব্যক্তিদের গ্রেপ্তার সহ দ্রুত বিচারের আওতায় নিয়ে আসা জোর দাবি জানিয়েছে।