

তারেক রহমানের পক্ষ থেকে ত্রিশালের সেই শিশুর পরিবারে পৌঁছে দেওয়া হয় মাসিক বাজার!
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৪৩ পিএম, ২৫ আগস্ট,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৩:৪২ এএম, ৭ জুলাই,সোমবার,২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ময়মনসিংহের ত্রিশালে ট্রাকচাপায় মৃত মায়ের গর্ভ ফেটে অলৌকিক ভাবে জন্ম নেওয়া সেই শিশুর পরিবারে ফের এক মাসের বাজার পৌঁছে দেয়া হয়েছে। এ সময় আনোয়ারা কিন্ডার গার্ডেনে ওই শিশুর দুই ভাই-বোনের স্কুলের মাসিক বেতন প্রদান করে কিনে দেওয়া হয়েছে নতুন খাতা-কলম।
আজ বৃহস্পতিবার দুপুরে ত্রিশাল উপজেলার রায়মনি এলাকার সেই নবজাতকের বাড়িতে তারেক রহমানের পক্ষ থেকে এক মাসের বাজার পৌঁছে দেওয়া হয়। এর মধ্যে রয়েছে চাল ডাল চিনি তেল মুরগি সহ নিত্য প্রয়োজনীয় সকল ধরনের সামগ্রী।
এ সময় পরিবারটির সাথে দেখা করে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সভাপতি নাইমুল করিম লুইন তাদের খোঁজ খবর নেন।
ছাত্রদল নেতা লুইন জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওই নবজাতকের দুই ভাই-বোনের লেখাপড়া এবং তাদের পরিবারের দ্বায়িত্ব গ্রহণ করেছেন। সে অনুযায়ী ঐ শিশু ও তাঁর পরিবারের সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন তিনি।
প্রসঙ্গত, চলতি বছরের ১৬ জুলাই ত্রিশালের কোর্ট ভবন এলাকায় রাস্তা পার হওয়ার সময় ট্রাকচাপায় প্রাণ হারান অন্তঃসত্ত্বা রত্না বেগম (৩২), তার স্বামী জাহাঙ্গীর আলম (৪০) এবং তাদের ছয় বছরের মেয়ে সানজিদা।
এ সময় মালবাহি ট্রাকের একটি চাকা ওই অন্তঃসত্ত্বা নারীর বুকের উপর দিয়ে চলে গেলে পেট ফেটে অলৌকিক ভাবে জন্ম নেয় এক কন্যা সন্তান।
এ ঘটনার পর থেকে বিষয়টি নিয়ে তোলপাড় সৃষ্টি হয় দেশজুড়ে। যা বর্তমানে দেশের সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের অন্যতম খবর।