

চেক জালিয়াতি মামলায় যুবলীগ নেতা গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:০৭ এএম, ২৫ আগস্ট,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ১০:১৫ এএম, ১ জুলাই,মঙ্গলবার,২০২৫

সিরাজগঞ্জের তাড়াশে চেক জালিয়াতি মামলায় যুবলীগের ইউনিয়ন সভাপতি রফিকুল ইসলাম শান্তকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকালে সিরাজগঞ্জ আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন তাড়াশ থানার উপ-পরিদর্শক দেবব্রত সরকার।
দেবব্রত সরকার জানান, উপজেলার মাধাইনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম শান্তর বিরুদ্ধে বগুড়ায় চেক জালিয়াতি মামলার গ্রেফতারি পরোয়ানা ছিল। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শান্তকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয় বলে তিনি জানান।
তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শহিদুল ইসলাম বলেন, আদালতের পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়।