

বগুড়ার গাবতলী পৌর বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৩৮ পিএম, ২২ আগস্ট,সোমবার,২০২২ | আপডেট: ১০:৩১ এএম, ১৯ আগস্ট,মঙ্গলবার,২০২৫

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাবতলী পৌর বিএনপির উদ্যোগে ৮ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে গণবিরোধী কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার কর্তৃক জ্বালানি তেল, পরিবহন ভাড়া সহ সকল দ্রব্যমূল্য বৃদ্ধি এবং ভোলায় পুলিশ কর্তৃক গুলি করে ছাত্রদল নেতা নূরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে আজ সোমবার বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাবতলী থানা বিএনপি নেতা বারবার নির্বাচিত জনপ্রিয় সফল পৌর মেয়র মোঃ সাইফুল ইসলাম এ সময় গাবতলী পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।