

কুষ্টিয়া জেলা ছাত্রদলের সদস্য সচিব আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:১৩ পিএম, ২২ আগস্ট,সোমবার,২০২২ | আপডেট: ০৬:২৬ পিএম, ৩ জুলাই,বৃহস্পতিবার,২০২৫

কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাতকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এমনটিই দাবি নিশাতের পরিবারের।
আজ সোমবার বিকেল ৫টা ১৫ মিনিটে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মিরপুর বিজিবির ‘কিছুক্ষণ’ ক্যান্টিনের সামনে থেকে তাকে আটক করা হয়েছে বলেও দাবি করেন খন্দকার তসলিম নিশাতের পিতা খন্দকার টিপু সুলতান।
তিনি বলেন, আজ আদালতে একটি মামলার হাজিরা দিয়ে এসে বিজিবির ‘কিছুক্ষণ’ ক্যান্টিনে বসে বন্ধুদের সঙ্গে চা খাচ্ছিল নিশাত। সেখান থেকে তাকে ডিবি পুলিশ আটক করে।
এদিকে কুষ্টিয়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, আটকের বিষয়টির তথ্য আমি এখনও পাইনি।