

ভোট চুরির মধ্য দিয়ে ক্ষমতা দখল করে থাকা এই সরকার দেশের মানুষের কথা চিন্তা করে না : খায়রুল কবির খোকন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:০৪ পিএম, ২২ আগস্ট,সোমবার,২০২২ | আপডেট: ০৩:১০ এএম, ২৭ জুন,শুক্রবার,২০২৫

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহবায়ক খায়রুল কবির খোকন বলেন, ভোট চুরির মধ্য দিয়ে ক্ষমতা দখল করে থাকা এই আওয়ামী লীগ সরকার দেশের মানুষের কথা চিন্তা করে না। তারা শুধু দেশের সম্পদ লুটপাট করতে ব্যস্ত। তাদের লুটপাটের খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে। আন্দোলনের মাধ্যমে এ সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে।
আজ সোমবার বিকেলে জ্বালানি তেল, পরিবহন ভাড়াসহ সকল দ্রব্যের মূল্যবৃদ্ধি এবং ভোলায় পুলিশের গুলিতে নিহত নূরে আলম ও আব্দুর রহিমের হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নরসিংদী জেলা বিএনপির কার্যালয়ে জেলা বিএনপির আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা বিএনপি’র সদস্য সচিব মন্জুর এলাহী, যুগ্ম আহবায়ক অ্যাড. আব্দুল বাছেত, আকবর হোসেন, একেএম গোলাম কবির কামাল, ফারুক উদ্দিন ভূঁইয়া, আমিনুল হক বাচ্চু, রবিউল ইসলাম রবি, নরসিংদী সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, ইলিয়াস আলী ভূঁইয়া, সুমন চৌধুরী, জাহিদুল ইসলাম জাহিদ, সিদ্দিকুর রহমান নাহিদ সহ বিভিন্ন উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড এর নেতাকর্মীবৃন্দরা।