

ফেনীতে জেলা বিএনপির বিশাল জনসমবেশ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৩৯ পিএম, ২২ আগস্ট,সোমবার,২০২২ | আপডেট: ০৫:১৪ এএম, ৫ জুলাই,শনিবার,২০২৫

ফেনীতে জ্বালানী তেল, পরিবহন ভাড়াসহ সকল দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ফেনী পৌর বিএনপির বিক্ষোভ সমাবেশ আজ সোমবার বিকাল ৫টায় বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
ফেনীতে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জ্বালানী তেল, পরিবহনের ভাড়া সহ সকল দ্রব্যের মূল্য বৃদ্ধি এবং ভোলায় পুলিশ কর্তৃক গুলি করে ছাত্রনেতা নুরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আবদুর রহিমকে হত্যার প্রতিবাদে পৌর বিএনপির এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মাহবুবের রহমান শামীম, বিশেষ অতিথি ছিলেন সহ-গ্রাম বিষয়ক সম্পাদক বেলাল আহমেদ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব।
বক্তব্য রাখেন জেলা বিএনপি, সদর উপজেলা, পৌর বিএনপি ও সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।