

সংসদ সদস্য মোশাররফ হোসেনকে লন্ডন জাইমা পাঠাগারের পক্ষ থেকে ক্রেস্ট ও সম্বর্ধনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:২৩ পিএম, ১৯ আগস্ট,শুক্রবার,২০২২ | আপডেট: ১১:০৮ এএম, ২২ আগস্ট,শুক্রবার,২০২৫

যুক্তরাজ্যে সফররত বগুড়া ৪ আসনের মাননীয় সংসদ সদস্য, জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেনকে লন্ডন জাইমা পাঠাগারের পক্ষ থেকে সম্প্রতি সম্বর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়।
যুক্তরাজ্য কৃষক দলের আহ্বায়ক লন্ডন জাইমা পাঠাগারের স্বত্বাধিকারী আমিনুর রহমান আকরামের সভাপতিত্বে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমদ শাহিন এর সঞ্চালনায় যুক্তরাজ্য বিএনপি, কৃষকদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবর্ধনার জবাবে মোশারফ হোসেন এমপি বলেন, বাংলাদেশে হারানো গণতন্ত্র ফিরিয়ে আনতে মিথ্যা মামলায় আটক দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে ও তারেক রহমানের নেতৃত্বে চূড়ান্ত আন্দোলনে সবাইকে ঐক্ষবদ্ধ ভাবে প্রস্তুত থাকতে হবে।