

সোনারগাঁওয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৭৭তম জম্মদিন উপলক্ষে জাসাস এর দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৫৬ পিএম, ১৬ আগস্ট,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৫:২৩ এএম, ৭ জুলাই,সোমবার,২০২৫

সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয়তাবাদি দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৭৭তম জম্মদিন উপলক্ষে তার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে এবং দেশব্যাপী চলমান গণতান্ত্রিক আন্দোলনে যারা মারা গেছেন তাদের আত্বার মাগফিরাত ও যারা আহত হয়েছেন তাদের সুস্থ্যতা কামনায় আজ মঙ্গলবার সকালে বারদী এলাকায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে সোনারগাঁও থানা জাসাস।
সোনারগাঁও থানা জাসাসের সভাপতি আমির হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, সোনারগাঁও উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সেলিম হোসেন দিপু, সোনারগাঁও উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ, সিনিয়র সহ সভাপতি আয়নাল হক, সহ সভাপতি সোলায়মান, সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ শাহিন, সাংগঠনিক সম্পাদক মোঃ ওয়াসিম, সহ সাংগঠনিক সম্পাদক নাহিদসহ সোনারগাঁও থানা জাসাসের নেতৃবৃন্দ মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।