কেন্দুয়া-নেত্রকোনায় আ’লীগ থেকে বিএনপিতে যোগদান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৩৩ পিএম, ১৪ আগস্ট,রবিবার,২০২২ | আপডেট: ০৩:৪৮ পিএম, ৭ ডিসেম্বর,রবিবার,২০২৫
নেত্রকোনা জেলা বিএনপির সদস্যসচিব রফিকুল ইসলাম হেলালির হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগদান করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। নেত্রকোনা জেলা বিএনপির দলীয় কার্যালয়ে সাক্ষাৎ করে ফুলের মালা বরণ করে বিএনপিতে যোগদান করেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঁইয়া, সাধারণ সম্পাদক মজিবুর রহমান মজনু, পৌর বিএনপির সভাপতি খোকন আহম্মেদ ডিলার, কেন্দুয়া যুবদলের আহ্বায়ক মাইন উদ্দীন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন রুমেন, কেন্দুয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ইউসুফ খান পাঠান, কেন্দুয়া সরকারি কলেজ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি জেনিস খান, সাধারণ সম্পাদক মো. জাকারুল ইসলামসহ নেতৃবৃন্দ। যোগদানকৃত নেতাকর্মীরা হলেন- চিথোলিয়া গ্রামের আব্দুল মান্নান, জালালপুর গ্রামের দেলোয়ার হোসেন, বিল্লাল মিস্ত্রী, মানিক মিয়া, রুবেল মিয়া, পলাশ মিয়া, জুয়েল মিয়া, জুয়েল, তোফায়েল, হলুদ মিয়া, মাসুদ মিয়া, ডালিম মিয়া, জাকারুল প্রমুখ।




