

লাকসাম বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:০৮ পিএম, ১২ আগস্ট,শুক্রবার,২০২২ | আপডেট: ০২:২১ পিএম, ৭ জুলাই,সোমবার,২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি-লাকসাম উপজেলা শাখার আহবায়ক কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক মোঃ আবুল কালাম। সভাপতিত্ব করেন, লাকসাম উপজেলা বিএনপির আহবায়ক আবদুর রহমান বাদল। সঞ্চালনা করেন, লাকসাম উপজেলা বিএনপির সদস্য সচিব নূর হোসেন চেয়ারম্যান।
বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও মনোহরগন্জ উপপজেলা বিএনপির সদস্য সচিব সরোয়ার জাহান দোলন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মনোহরগন্জ উপজেলা বিএনপির আহবায়ক শাহ সুলতান খোকন। লাকসাম পৌরসভা বিএনপির আহবায়ক আবুল হাসেম মানু।
লাকসাম পৌরসভা বিএনপির সদস্য সচিব আবুল হাসেম মিলন সহ লাকসাম উপজেলার ১০ টি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ এবং সকল অঙ্গসংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ।