

ফরিদপুরে পুলিশের বাধা উপেক্ষা করে বিএনপি'র বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৩৭ এএম, ১২ আগস্ট,শুক্রবার,২০২২ | আপডেট: ১২:১৭ এএম, ৮ জুলাই,মঙ্গলবার,২০২৫

জ্বালানী তেল, পরিবহন ভাড়াসহ নিত্য প্রয়োজনীয় জিনিষের দাম অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ও মহানগর বিএনপি।
আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় ফরিদপুর প্রেসক্লাব চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মহানগর বিএনপির আহবায়ক এএফএম কাইয়ুম জঙ্গীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব একে এম কিবরিয়া স্বপন, যুগ্ম সম্পাদক আতাউর রশিদ বাচ্চু, আজম খান, মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, কোতয়ালী বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল চৌধুরী রঞ্জন সহ প্রমুখ নেতৃবৃন্দ। সমাবেশ শেষে প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হলে পুলিশ বাধা দেয়। পুলিশের বাঁধা উপেক্ষা করে মিছিলটি শহরের প্রধান সড়ক, মুজিব সড়ক হয়ে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।