

আইসিটি আইনে স্বেচ্ছাসেবক দল নেতা তরিকুল তিন দিনের রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:১০ এএম, ১১ আগস্ট,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৪:৪৫ এএম, ১০ জুলাই,বৃহস্পতিবার,২০২৫

ফেইসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তির অভিযোগে নড়াইলে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নেতা কাজী তরিকুল ইসলামকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
জেলার বিচারিক হাকিম মো. জুয়েল রানা গত মঙ্গলবার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে লোহাগড়া থানার ওসি শেখ আবু হেনা মিলন জানান।
আসামি কাজী তারিকুল ইসলাম (৪২) লোহাগড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ যুগ্ম-আহ্বায়ক বলে নড়াইল জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব খন্দকার মঞ্জুরুল সাঈদ বাবু জানিয়েছেন।
ওসি জানান, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিকে কেন্দ্র করে তারিকুল ফেইসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তি করেছেন এমন অভিযোগে নড়াইল সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি আকাশ ঘোষ রাহুল সোমবার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।
পরে সোমবারই লোহাগড়া উপজেলার পারশালনগর গ্রামের বাড়ি থেকে তরিকুলকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। আজ বুধবার তাকে তিন দিনের রিমান্ডে নিয়ে এসেছে লোহাগড়া থানা পুলিশ।
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক গালিব ইমতিয়াজ নাহিদ বলেন, কাজী তরিকুল ইসলাম বাংলাদেশী জাতীয়তাবাদের একজন সাহসী যোদ্ধা। মতামত প্রকাশের স্বাধীনতা খর্ব করে এমন কালো আইন অবিলম্বে বাতিল সহ সকল সহযোদ্ধাদের অবিলম্বে মুক্তি চাই।