

হালুয়াঘাটে এমরান সালেহ প্রিন্স এর নেতৃত্বে মোমবাতি মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:০৩ এএম, ১০ আগস্ট,
বুধবার,২০২২ | আপডেট: ০৭:১০ পিএম, ৯ সেপ্টেম্বর,মঙ্গলবার,২০২৫

হালুয়াঘাটের লোডশেডিং চলাকালে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এর নেতৃত্বে মোমবাতি মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ময়মনসিংহের হালুয়াঘাটে স্মরণকালের ভয়াবহ লোডশেডিং চলছে। ২৪ ঘন্টার ১২/১৪ ঘন্টা লোডশেডিং হয়েছে। ভয়াবহ এই লোডশেডিং এ জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে।
হালুয়াঘাটের লোডশেডিং চলাকালে গতকাল মঙ্গলবার শাপলা বাজারে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ্ প্রিন্স এর নেতৃত্বে বিএনপি নেতাকর্মীরা মোমবাতি জ্বালিয়ে মিছিল করে।
এসময় বিপুল সংখ্যক সাধারণ মানুষও মিছিলে অংশ নেয়। মিছিলকারীরা নজিরবিহীন লোডশেডিং এর প্রতিবাদ জানিয়ে ও অব্যাহত বিদ্যুতের দাবী করে বিভিন্ন শ্লোগান দেয়।