

কলাপাড়া উপজেলা যুবদল আহবায়ক আক্কাস এর মৃত্যুতে যুবদল সভাপতি, সম্পাদকের শোক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:১৩ পিএম, ৮ আগস্ট,সোমবার,২০২২ | আপডেট: ০৬:৫৩ পিএম, ৬ জুলাই,রবিবার,২০২৫

কলাপাড়া উপজেলা যুবদলের সংগ্রামী আহবায়ক ও সাবেক সভাপতি গাজী মোঃ আক্কাস, ঢাকায় চিকিৎসারত অবস্থায় ইন্তেকাল করেছেন। " ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন”।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্না এক বিবৃতিতে গাজী মোঃ আক্কাস এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, গাজী মোঃ আক্কাস এর মৃত্যুতে জাতি এই সংকটময় মূহুর্তে একজন জাতীয়তাবাদী দেশপ্রেমিক সেনাকে হারাল, আর আমরা হারালাম একজন সাহসী সহযোদ্ধাকে। আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত ও পরকালে জান্নাত কামনা করছি এবং তার রেখে যাওয়া শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাই।