জয়পুরহাটে সার ও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কৃষক দলের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:২৫ এএম, ৭ আগস্ট,রবিবার,২০২২ | আপডেট: ১১:৫৭ এএম, ১১ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৫
বিএনপি কর্মী নুরে আলম ও আব্দুর রহিম হত্যা এবং জ্বালানী তেল ও সারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (০৭ আগস্ট) দুপুরে জেলা কৃষকদলের আয়োজনে শহরের ২নং স্টেশন রোড থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা কৃষকদলের আহবায়ক সেলিম রেজা ডিউকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ শামছুল হক, যুগ্ন আহবায়ক গোলজার হোসেন, মাসুদ রানা প্রধান যুবদলের কেন্দ্রীয় নেতা ওবাইদুর রহমান সুইট ও জেলা কৃষক দলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ।




