

ভোলায় ছাত্রদল নেতাকে হত্যার প্রতিবাদে রাজশাহী মহানগর ছাত্রদলের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৪৪ পিএম, ৪ আগস্ট,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ১০:৩০ এএম, ২২ আগস্ট,শুক্রবার,২০২৫

সম্প্রতি ভোলা জেলায় বিএনপি কর্তৃক আয়োজিত, বিদ্যুৎ ও জ্বালানির অস্বাভাবিক ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশে পুলিশের গুলিতে ভোলা জেলা ছাত্রদলের সভাপতি শহিদ নূর আলমকে হত্যার প্রতিবাদে রাজশাহী মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু করে নগরীর সাহেব বাজার, জিরো পয়েন্ট হয়ে সোনাদীঘির মোড়ে এসে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন, মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি, মহানগর ছাত্রদলের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকি, সিনিয়র সহ সভাপতি মুর্ত্তুযা ফামিন, সাংগঠনিক সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভসহ মহানগর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সকল থানা ও শিক্ষা প্রতিষ্ঠান এবং ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।