ভোলায় ছাত্রদল নেতা নুরে আলমকে হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:০৪ পিএম, ৪ আগস্ট,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ১০:০২ পিএম, ৫ ডিসেম্বর,শুক্রবার,২০২৫
ভোলা জেলা ছাত্রদলের সভাপতি শহীদ নুরে আলম কে হত্যার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।
আজ বৃহস্পতিবার (০৪ আগস্ট) জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিথার নেতৃত্ত্বে ছাত্রদলের নেতাকর্মীরা শহরে মিছিল বের করে। মিছিলের এক পর্যায়ে পুলিশি বাঁধার মুখে পড়ে নেতাকর্মীরা প্রতিবাদ সমাবেশ করে।
জেলা ছাত্রদলের সহসভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিথা, যুগ্ম সম্পাদক আমান উল্লাহ আমান ও আরিফ আহমেদ শিপ্লব।
মিছিল ও সমাবেশে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী অংশ গ্রহণ করেন।




