ভোলায় ছাত্রদল সভাপতি নুরে আলম হত্যার প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৩৪ পিএম, ৪ আগস্ট,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ১০:০২ পিএম, ৫ ডিসেম্বর,শুক্রবার,২০২৫
ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলমকে হত্যার প্রতিবাদে কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল করেছে পিরোজপুর জেলা ছাত্রদল।
আজ বৃহস্পতিবার (০৪ আগষ্ট) বিকেলে শহরের পুরাতন বাসস্টান্ড থেকে জেলা ছাত্রদলের আয়োজনে জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ কাফনের কাপড় পড়ে একটি বিক্ষোভ মিছিল শহরের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণের সময় শহরের মেলেরিয়া ব্রীজ সংলগ্ন সড়কে পুলিশের বাধার সম্মূখিন হয়।
মিছিলে এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি হাসান আল মামুন, সাধারণ সম্পাদক বদিউজ্জামান শেখ রুবেল, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কুমার সহ জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ।
বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে জেলা ছাত্রদলের বক্তারা নিহত নুরে আলমের আত্মার মাগফেরাত কামনা করেন।




