

ভোলায় পুলিশের গুলিতে আহত ছাত্রদল নেতা নুরে আলম মারা গেছেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৫৬ এএম, ৩ আগস্ট,
বুধবার,২০২২ | আপডেট: ০৫:১৪ পিএম, ২৩ আগস্ট,শনিবার,২০২৫

ভোলায় বিএনপি নেতাদের সঙ্গে সংঘর্ষের সময় পুলিশের গুলিতে আহত জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম মারা গেছেন। তিনি রাজধানীর গ্রীনরোডে কমপোর্ট হাসপাতালে লাইফ সার্পোটে চিকিৎসাধীন ছিলেন।
আজ বুধবার (০৩ আগস্ট) দুপুরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
উল্লেখ্য- গত রোববার (৩১ জুলাই) বেলা ১১ টার দিকে কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে ভোলা জেলা বিএনপি’র আয়োজনে শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশে বিনা উস্কানিতে পুলিশ হঠাৎ লাঠিচার্জ ও নির্বিচারে নেতাকর্মীর উপর গুলিবর্ষণ করেন। এসময় পুলিশের গুলিতে সেচ্ছাসেবক দলের কর্মী আব্দুর রহিম নিহত হন ও জেলা ছাত্রদল সভাপতি নুরে আলমসহ শতাধিক নেতাকর্মী গুরুতর আহত হন। আহতদের ভোলা সদর হাসপাতালে নেওয়া হলে নুরে আলমের অবস্থা সংকটাপন্ন হওয়ায় বরিশাল রেফার করেন। পরবর্তীতে তার অবস্থার অবনতি হলে রাতেই বরিশাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়।