

শ্রীপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৫০ পিএম, ২ আগস্ট,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৬:৫৮ এএম, ২১ আগস্ট,বৃহস্পতিবার,২০২৫

গাজীপুরের শ্রীপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আমিনুল ইসলাম সরকারের নেতৃত্বে মঙ্গলবার বিকাল সারে চারটায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজার এলাকায় বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে সারাদেশের ন্যায় ভয়াবহ লোডশেডিং ও জ্বালানি খাতে নজিরবিহীন অব্যবস্থাপনা, ভোলায় সমাবেশে পুলিশের অন্যায় ভাবে গুলি বর্ষণ ও নির্বিচারে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের নেতা মুজিব উদ্দিন সগীর, উপজেলা ছাত্রদলের নেতা সজীব শিকদার, ছাত্রদল নেতা তারেক শিকদার, তানবির আহামেদ মিশু, বুলবুল, নিলয়, রাকিব, মৌসুম, জুয়েল, মানিক, সাকিব, সাব্বির, নয়ন, লিমন, সজিব, রাজু, সজলসহ উপজেলা বিভিন্ন ইউনিয়নের ছাত্রদলের নেতাকর্মী।