

ধামইরহাটে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:১০ পিএম, ২ আগস্ট,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৩:৩৯ এএম, ১৮ আগস্ট,সোমবার,২০২৫

আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টায় দলীয় অফিসের সামনে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ধামইরহাট উপজেলা ছাত্রদলের আয়োজনে লোডশেডিং, জ্বালানি তেলের অব্যবস্থাপনা ও ভোলায় বিক্ষোভের সময় পুলিশের গুলিতে হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মামুনুর রশিদ মামুন সিনিয়র যুগ্ম আহবায়ক ধামইরহাট উপজেলা ছাত্রদল।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা মহিলা দলের সহ সভাপতি বেলী খাতুন। আরও উপস্থিত ছিলেন, রুহেল হোসেন সুমন, সহ-সভাপতি নওগাঁ জেলা ছাত্রদল, মিজানুর রহমান সহ-সভাপতি নওগাঁ জেলা ছাত্রদল, শাহী আলমগীর সোহাগ সদস্য নওগাঁ জেলা ছাত্রদল। এছাড়া উপজেলা ও পৌর ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।