

ভোলায় হত্যার প্রতিবাদে ময়মনসিংহ মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৫৬ পিএম, ২ আগস্ট,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৯:৫৭ পিএম, ২৮ জুন,শনিবার,২০২৫

ভোলায় পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর বিএনপি।
আজ মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ময়মনসিংহ নগরীর বাগানবাড়ী এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নতুন বাজারস্থ দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এ সময় দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেন মহানগর বিএনপির নেতাকর্মীরা। এতে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহবায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলাম।
সমাবেশে সংগঠনের সিনিয়র যুগ্ম আহবায়ক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন মহানগর বিএনপির অন্যতম যুগ্ম আহবায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী।
এতে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক শাহ শিব্বির আহমেদ ভুলু, অ্যাড. এমএ হান্নান খান, একেএম মাহাবুবুল আলম, শামীম আজাদসহ বিএনপি ও অংঙ্গ সংগঠনের র্শীষ নেতৃবৃন্দ প্রমূখ।
সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ বলেন, দলের নেতাকর্মীদের হত্যা করে ক্ষমতায় টিকে থাকতে পারবে না সরকার। আগামী দিনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে রাজপথে এই হত্যাকান্ডের কঠোর জবাব দেওয়া হবে।