সাভার থানা ছাত্রদল এর বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:০৭ এএম, ২ আগস্ট,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৯:২৭ পিএম, ৬ ডিসেম্বর,শনিবার,২০২৫
সারাদেশে ভয়াবহ লোডশেডিং ও জ্বালানী খাতে নজিরবিহীন অব্যবস্থপনার বিরুদ্ধে বিএনপি’র কেন্দ্র ঘোষিত বিক্ষোভ সমাবেশে ভোলায় পুলিশের অন্যায়ভাবে গুলিবর্ষণ ও হত্যার প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়কে সাভার-ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা জেলা উওর এর অধিনস্ত সাভার থানা ছাত্রদল নেতা ফাতিহ্ মোহাম্মদ ইমাম এর নেতৃত্বে সাভার থানা ছাত্রদল এর বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আজ মঙ্গলবার (০২ আগস্ট) উক্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সাভার থানা ছাত্রদল নেতা মোঃ তাওহীদ হোসেন, মোঃ আব্দুল আহাদ সজল, মোঃ আব্দুল্লাহ আল জুবায়ের, রক কস্তা, মোঃ আরাফাত হোসেন, মোঃ মেহেদী হাসান, মোঃ শাওন ইসলাম সহ সাভার থানার অধিনস্ত সকল ইউনিয়ন এর নেতৃবৃন্দ।




