

পুলিশের গুলিতে নিহতের প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৫৮ পিএম, ১ আগস্ট,সোমবার,২০২২ | আপডেট: ০৬:৪৭ পিএম, ৭ জুলাই,সোমবার,২০২৫

ভোলায় পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল। এ সময় বিক্ষোভকারীরা এ ঘটনায় জড়িতদের গ্রেফতার দাবি করেন।
আজ সোমবার বিকেলে ময়মনসিংহ নগরীর পৃথক পৃথক এলাকায় এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
জানা যায়, এ ঘটনায় প্রতিবাদে দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম টুটুলের নেতৃত্বে নগরীর সানকিপাড়া এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নতুন বাজার এলাকায় এসে শেষ হয়।
একই ইস্যুতে নগরীর পাটগুদাম এলাকায় বিক্ষোভ মিছিল করেছে উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রায়হান শরীফ হলুদ।
এছাড়াও নগরীর মাসকান্দা এলাকায় বিক্ষোভ মিছিল করেছে দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মাহাবুবুর রহমান রানা।
পৃথক পৃথক এসব বিক্ষোভ মিছিলে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ গ্রহণ করে।