

শফিউল বারী বাবুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের স্মরণ সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৩২ পিএম, ২৯ জুলাই,শুক্রবার,২০২২ | আপডেট: ১২:১১ এএম, ১ জুলাই,মঙ্গলবার,২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবুর ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত দিনব্যাপী কোরআন খতম মিলাদ মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
আজ শুক্রবার আশুলিয়ায় ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি আব্দুর রহমান বাবুলের সভাপতিত্বে, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নাজমুল হাসান অভির সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ইলিম মোহাম্মদ নাজমুল হোসেন।
উক্ত স্মরণ সভায় উপস্থিত ছিলেন, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দল সহ সভাপতি জহিরুল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক বদরুল আলম সুমন, যুগ্ম সম্পাদক আব্দুল মালেক, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এডঃ জিল্লুর রহমান, সিনিয়র যুগ্ম আহবায়ক আবু হানিফ রানা, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল হামিদ, সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন মাতবর, সদস্য সচিব আব্দুল্লাহ ইউসুফ, সাভার থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সুমন মজুমদার, ধামরাই পৌর স্বেচ্ছাসেবক যুগ্ম আহবায়ক পারভেজ পাঠান, ঢাকা জেলা ছাত্রদল (উত্তর) এর আহবায়ক তানভীর আহমেদ তমিজসহ ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দল ও বিভিন্ন থানা ও পৌর নেতৃবৃন্দ।