

সাভারে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের মশাল মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৩৭ এএম, ২৬ জুলাই,মঙ্গলবার,২০২২ | আপডেট: ১১:২০ এএম, ৭ জুলাই,সোমবার,২০২৫

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলার প্রতিবাদে মশাল মিছিল করেছে ঢাকা জেলা উত্তর ছাত্রদল। ঢাকা জেলা উত্তর ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ তমিজ উদ্দিনের নেতৃত্বে এ মশাল মিছিল হয়েছে।
গতকাল সোমবার (২৫ জুলাই) রাতে ঢাকা-আরিচা মহাসড়কে এ মশাল মিছিল করেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীগণ। পরে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যেদিয় বিক্ষোভ মিছিল শেষ হয়।
এসময় বিক্ষোভ সমাবেশ থেকে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ তমিজ উদ্দিন বলেন, দ্রুত সময়ের মধ্যে দায়েরকৃত এসব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। তা না হলে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে লাগাদার আন্দোলনের মাধ্যমে এই অবৈধ সরকারের পতন ঘটানো হবে।
মশাল মিছিলে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের বিভিন্ন ইউনিটের কয়েক'শ নেতাকর্মী অংশ নেন।