

“ভোট চোর সরকারের অধীনে বিএনপি কোন নির্বাচনে যাবে না”
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:১৫ পিএম, ২২ জুলাই,শুক্রবার,২০২২ | আপডেট: ১২:২৭ এএম, ১৯ আগস্ট,মঙ্গলবার,২০২৫

কেন্দ্রীয় বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাড. আসাদুজ্জামান বলেছেন, এই সরকার ভোট চোর। সব ক্ষেত্রে মানুষের অধিকার হরণ করেছে। তাই এই সরকারের অধীনে বিএনপি কোন নির্বাচনে অংশ গ্রহণ করবে না। তিনি বলেন, পদ্মা সেতু বানিয়ে এখন কারেন্ট দিতে পারছে না। সব জিনিসের মুল্য বৃদ্ধি করেছে। বিশ্ব বাজারে তেলের দাম কমলেও সরকার জনগণের টাকা লুটপাট করার জন্য দাম কমাচ্ছে না। আসাদ বলেন, সময় আর বেশি দেরি নেই। তারেক রহমানের ডাকে রাস্তায় নেমে পড়তে হবে। গণতন্ত্রকে মুক্ত করতে হবে। জনগণকে ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে।
আজ শুক্রবার ঝিনাইদহের শেলকুপা উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে বিএনপির এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। শৈলকুপা থানা ও পৌর বিএনপি যৌথ ভাবে এই সমাবেশের আয়োজন করে। শৈলকুপা পৌর বিএনপির সভাপতি আবু তালেব মিয়ার সভাপতিত্বে ও পৌর বিএনপির সধারণ সম্পাদক সেলিম রেজা ঠান্ডৃুর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক উসমান আলী, শৈলকুপা উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ন বাবর ফিরোজ, ঝিনাইদহ সদর থানা বিএনপির সভাপতি অ্যাড কামাল আজাদ পান্নু, শৈলকুপ পৌরসভার সাবেক মেয়র খলিলুর রহমান, বিএনপির নেতা মিজানুর রহমান, ঝিনাইদহ কেসি কলেজের সাবেক জিএস শাহাজান আলী ও শৈলকুপা পৌর বিএনপির সহসভাপতি আবুল কালাম আজাদ প্রমূখ বক্তব্য রাখেন।
উল্লেখ্য, পুলিশ ও সরকারী দলের কারণে ২০০৮ সাল থেকে এই ১৪ বছর শৈলকুপায় কোন সভা সমাবেশ করতে পারেনি বিএনপি।