

তারেক রহমানকে কটুক্তি করার প্রতিবাদে বগুড়ায় স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৫২ পিএম, ২১ জুলাই,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৩:৫৩ এএম, ১৯ আগস্ট,মঙ্গলবার,২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে আওয়ামী লীগ নেতা মান্নাফীর কুরুচিপূর্ণ বক্তব্য প্রদানের প্রতিবাদ জানিয়ে বগুড়ায় জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসাবে আজ বৃহস্পতিবার বিকালে আলতাফুনেছার খেলার মাঠ থেকে জজকোর্ট, নবববাড়ী হয়ে মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনের এসে সমাবেশ করে।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এবিএম মাজেদুর রহমান জুয়েলের সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক সরকার মুকুল এর সঞ্চালনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তারা বলেন, তারেক রহমান বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও আদর্শবান নেতা। তাঁকে নিয়ে আওয়ামীলীগ নেতার ঔদ্ধ্যতপূর্ণ বক্তব্যর তীব্র ঘৃণা জানাচ্ছি। মান্নাফী যদি তাঁর ধৃষ্টতাপূর্ণ বক্তব্য প্রত্যাহার না করেন এবং দেশবাসী ও তারেক রহমানের কাছে ক্ষমা না চান, তাহলে রাজপথে এর কঠিন জবাব দেয়া হবে। সরকারের এমপি মন্ত্রীরা এখন দেশ সেবায় নয় লুটপাটে ব্যস্ত। দেশের মানুষ এখন আর আওয়ামীলীগের সাথে নেই। সাধারণ মানুষের জীবনে নাভিশ্বাস উঠেছে। তারা এখন পরিবর্তন চায়। আর সেই পরিবর্তন হবে তারেক রহমানের হাত ধরে। সমাবেশে বগুড়া জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য রাকিবুল ইসলাম শুভ, হোসেন আলী, জামিলুর রহমান শাওন, আসিফ মাহমুদ, নাইচ পশারী, আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদ বগুড়া জেলা কমিটির সভাপতি সাজ্জাদুর সিরাজ জয় সহ জেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।