

তারেক রহমানের সম্পর্কে ধৃষ্টাতাপূর্ণ বক্তব্যের প্রতিবাদে যশোরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৪৩ পিএম, ২০ জুলাই,
বুধবার,২০২২ | আপডেট: ০৩:০০ এএম, ২২ আগস্ট,শুক্রবার,২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কে নিয়ে আওয়ামী লীগ নেতা মান্নাফি'র ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের প্রতিবাদে আজ বুধবার যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহ-সভাপতি আলহাজ্ব মোঃ জামির হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক গালিব ইমতিয়াজ নাহিদ, যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনছারুল হক রানা।
জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি নির্মল বীটের সভাপতিত্ত্বে, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তফা আমীর ফয়সালের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক রেজানুল ইসলাম রিয়েল, সাংগঠনিক সম্পাদক আলী হায়দার রানা, নগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোস্তফা তরফদার রয়েল, সদস্য সচিব সাইফুল বাশার সুজন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শফিকুল ইসলাম সদস্য সচিব রাজু আহম্মেদ সহ প্রমুখ।