তারেক রহমানকে নিয়ে ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের প্রতিবাদে শরীয়তপুরে যুবদলের বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:১৫ পিএম, ১৯ জুলাই,মঙ্গলবার,২০২২ | আপডেট: ১১:২৯ এএম, ৬ ডিসেম্বর,শনিবার,২০২৫
তারেক রহমানকে নিয়ে আওয়ামী লীগ নেতা মন্নাফী'র ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের প্রতিবাদে শরীয়তপুরে যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বিকালে শরীয়তপুর-মাদারীপুর হাইওয়ে মহাসড়কে শরীয়তপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন মুন্সি ও শরীয়তপুর সদর উপজেলা যুবদলের একাধিক বারের সাবেক সভাপতি মোঃ আকতার হোসেন মাঝী'র নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, যুবদল নেতা আজাদ মাল, আবদুল মিন্টু, সোহাগ, আঃ রব মাদবর সহ যুবদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। সসাবেশে বক্তারা অবিলম্বে তারেক রহমান'কে নিয়ে আওয়ামী লীগ নেতা মন্নাফী'র দৃষ্টতাপূ্র্ণ বক্তব্য প্রত্যাহার দাবি করেন। এছাড়াও ওই বক্তব্য প্রত্যাহার করে মন্নাফীকে তারেক রহমানের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে তারা।




