

কুটক্তির প্রতিবাদে ময়মনসিংহে দক্ষিণ-মহানগর-উত্তর যুবদলের বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:০৬ পিএম, ১৯ জুলাই,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৫:১৮ পিএম, ৫ জুলাই,শনিবার,২০২৫

ময়মনসিংহে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুটক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে দক্ষিণ-উত্তর জেলা ও মহানগর যুবদল। পৃথক পৃথক আয়োজনে এই বিক্ষোভ সমাবেশ করেন তারা।
আজ মঙ্গলবার দুপুরে ও বিকেলে নগরীর নতুন বাজার এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।
জানা যায়, নগরীর বাগারবাড়ী এলাকা থেকে মহানগর যুবদলের একটি বিক্ষোভ মিছিল বের হয়ে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এমিছিলের নেতৃত্বদেন মহানগর যুবদল নেতা রুহুল আমীন, শামসুল আলম উজ্জল, মিসনজাুল আবেদিন রাজু প্রমূখ। এ সময় মহানগর বিএনপির সদস্য রতন আকন্দসহ মহানগর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে একই ইস্যুতে বিকেলে নগরীর ফায়ার সার্ভিস রোড এলাকা থেকে দক্ষিণ জেলা যুবদলের একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নতুন বাজারস্থ দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এমিছিলের নেতৃত্ব দেন দক্ষিণ জেলা যুবদলের সভাপতি রুকনুজ্জামান সরকার রুকন, সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম রাজু। এসময় এই বিক্ষোভ মিছিলে যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সভাপতি শামসুল হক শামসুর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল নগরীর কাচারী এলাকা থেকে বের হয়ে দলীয় কার্যালয়ে এসে সমাবেশ করে শেষ হয়।
পৃথক পৃথক সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ বলেন, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান। তাকে নিয়ে দৃষ্টতাপূর্ণ কুটক্তি কোন ভাবেই সহ্য করা হবে না। আমরা এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে ওই কুটক্তিকারীকে গ্রেফতার করা না হলে রাজপথে এর কঠোর জবাব দেওয়া হবে।