

ময়মনসিংহে উত্তর যুবদল সম্পাদকের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:২৩ পিএম, ১৯ জুলাই,মঙ্গলবার,২০২২ | আপডেট: ১০:২১ পিএম, ৭ জুলাই,সোমবার,২০২৫

ময়মনসিংহে উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক রবিউল করিম বিপ্লবের (৪৭) উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উত্তর জেলা যুবদল।
আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর নতুন বাজার এলাকায় এ বিক্ষোভ সমাবেশ করেন তারা।
এর আগে নগরীর কাচারী এলাকা থেকে যুবদল নেতার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।
সমাবেশে সভাপতিত্ব করেন উত্তর জেলা যুবদলের সভাপতি সাবেক ভিপি শামসুল হক শামছু। এতে বক্তব্য রাখেন, দক্ষিণ জেলা যুবদলের সভাপতি রুকনুজ্জামান সরকার রুকন, সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম রাজু, সিনিয়র সহ-সভাপতি রিয়াজুল কবীর মামুন, উত্তর জেলা যুবদলের সানোয়ার হোসেন খান, ওয়াইজুল হক বিপ্লব, আজিজুল হাই সোহাগ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জহামান, যুবদল নেতা সৈয়দ তৌফিকুল ইসলাম তৌফিক, নিজাম উদ্দিন খান প্রমূখ।
প্রসঙ্গত, এর আগে গতকাল শনিবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৫টায় নান্দাইল উপজেলা পরিষদের সামনে একদল স্বশস্ত্র সন্ত্রাসী এই হামলা চালায়। এ সময় স্থানীয়রা রক্তাক্ত আবস্থায় যুবদল নেতা বিপ্লবকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি হাসপাতালের ৬ নং ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।