

তারেক রহমানকে নিয়ে ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের প্রতিবাদে মাদারীপুর জেলা যুবদলের বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:১৫ পিএম, ১৯ জুলাই,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৮:৩৬ এএম, ২৮ জুন,শনিবার,২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদ ঘোষিত তারেক রহমানকে নিয়ে ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের প্রতিবাদে মাদারীপুর জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।
উক্ত সমাবেশে মাদারীপুর জেলা যুবদলের সদস্য সচিব মোঃ মনিরুজ্জামান খান ফুকর নেতৃত্বে উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা যুবদলের সংগ্রামী সাবেক সভাপতি নজরুল ইসলাম লিটু, মাদারীপুর জেলা যুবদলের সাবেক সহসভাপতি কামাল সরদার, জেলা শ্রমিক দলের সভাপতি আলাউদ্দিন নপ্তি, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সপাদক বাসার মাতুব্বর, সদর উপজেলা যুবনেতা এস এম সম্রাট রোমান, পৌর যুবদল নেতা মোঃ কামরুল হাসান, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি রফিকুল ইসলাম রোমান, যুগ্ম সাধারণ সম্পাদক সোবাহান মজুমদার ও মঈন খান প্রমূখ।