

যুবদল নেতা ধনির হত্যার প্রতিবাদে কেশবপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৪৮ পিএম, ১৬ জুলাই,শনিবার,২০২২ | আপডেট: ০৪:৫৫ পিএম, ২২ আগস্ট,শুক্রবার,২০২৫

যশোর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি বদিউজ্জামান ধনির হত্যার প্রতিবাদে আজ শনিবার বিকালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
পৌর যুবদলের আহবায়ক গোলাম মোস্তফার সভাপতিত্বে দলীয় কার্যালয় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন থানা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুদুজ্জামান মাসুদ, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক কুতুব উদ্দিন বিশ্বাস, আব্দুল হালিম অটল, যশোর জেলা যুবদলের সহ-সভাপতি তারেক হাসান টিপু, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম রতন, কামরুল হাসান চুন্নু। থানা যুবদল নেতা জাহাঙ্গীর কবির মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন থানা যুবদল নেতা আলমগীর সিদ্দিক, আব্দুল গফুর, মেহেদী হাসান শিপন।
কেশবপুর থানা ও পৌর যুবদলের উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য রাখেন, পৌর যুবদল নেতা মেহেদী হাসান বিশ্বাস, শাহ আলম মোড়ল, অলিউর রহমান উজ্জল, কবির হোসেন রিপন, ছাত্রদল নেতা আজিজুর রহমান আজিজ, ওহিদুর রহমান অন্তু, ফরহাদ হোসেন প্রমূখ। সমাবেশ শেষে শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।