

শাজাহানপুরে মোর্শেদ মিল্টনের নি:শর্ত মুক্তির দাবিতে বিএনপির বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:১৮ পিএম, ১৫ জুলাই,শুক্রবার,২০২২ | আপডেট: ০৪:২১ এএম, ১২ জুলাই,শনিবার,২০২৫

বগুড়া জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও শাজাহানপুর উপজেলা বিএনপির সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা মোর্শেদ মিল্টনসহ ৩ জন নেতার রাজনৈতিক ষড়যন্ত্রমূলক মামলার জামিন বাতিল করে কারাগারের প্রেরণের প্রতিবাদে ও নি:শর্ত মুক্তি এবং মামলা প্রত্যাহারের দাবিতে শাজাহানপুর উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১৫ জুলাই) বিকাল সাড়ে ৫ টায় মাঝিড়াস্থ উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে বিশাল একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল হাকিম মন্ডলের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলী হায়দার তোতা, এনামুল হক শাহীন, আবু শাহীন সানি, আজিজুর রহমান বিদ্যুৎ, হারেজ উদ্দিন, উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ ছোটন, শ্রমিকদলের সাবেক সভাপতি আব্দুস সোবাহান পুটু, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক সাজেদুর রহমান সাজু প্রমুখ।
সমগ্র সমাবেশ পরিচালনা করেন উপজেলা যুবদলের আহবায়ক সোহেল আরমান রাজু। সমাবেশে বক্তারা বলেন, অবিলম্বে বিএনপি নেতা মোর্শেদ মিল্টনসহ কারাবন্দী নেতাকর্মীদের নি:শর্ত মুক্তি দেওয়া না হলে শাজাহানপুর থেকে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষনা করা হবে।