

জয়পুরহাটে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৫৯ এএম, ১৪ জুলাই,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৬:০০ এএম, ১৩ জুলাই,রবিবার,২০২৫

যশোর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি বদিউজ্জামান ধনিকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন জেলা যুবদল।
আজ বৃহস্পতিবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে শহরের চিনিকল রোড় এলাকার জেলা ফায়ার সার্ভিস অফিসের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা বিএনপি দলীয় কার্যালয়ে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে।
এসময়ে জেলা যুবদলের আহবায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র এর সভাপতিত্বে বক্তব্য দেন জেলা যুবদলের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম, মোহাম্মদ জুয়েল, তৌফিক এলাহী ও আব্দুল মতিন, জেলা যুবদলের সদস্য ইকবাল হোসেন, এফতাদুল হক, সেঞ্জু, মুনির, হাবিবুল্লাহ, লিটন, সাগর, ফরহাদ, ফিদা, বেনু, রবিন, ফাহাদ প্রমুখ।