

পাগলায় আওয়ামী সন্ত্রাসী হামলায় আক্তারুজ্জামান বাচ্চুসহ আহত অর্ধ শতাধিক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৫১ পিএম, ১৩ জুলাই,
বুধবার,২০২২ | আপডেট: ০২:২৭ পিএম, ১৩ জুলাই,রবিবার,২০২৫

ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চু ময়মনসিংহের পাগলায় নিজ বাড়িতে আগত নেতা-কর্মীদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে লংগাঈর ইউনিয়নের বিনা ভোটের চেয়ারম্যান আবদুল্লাহ আল আমিন বিপ্লব, লংগাঈর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন সর্দার, সন্ত্রাসী ও চিহিৃত মাদক ব্যবসায়ী সুলভ ফরাজী, রায়হান ফরাজী, কবির, পনির, যুবরাজ, ফরহাদ, কামাল ফকির, শামছুল, রিপন, আলমগীর সিংয়ের নেতৃত্বে শতাধিক সন্ত্রাসী আগ্নেয়াস্র ও দেশী অস্র-সস্রসহ ভয়াবহ বর্বরোচিত হামলা চালায়।
আজ বুধবার (১৩ জুলাই) দুপুর ১২ থেকে শুরু হয়ে তিন ঘন্টাব্যাপী দফায় দফায় এ হামলা চলাকালীন সময়ে পাগলা থানার ওসিকে কয়েকবার ফোন দিয়েও পাওয়া যায়নি।
এক পর্যায়ে ফোন রিসিভ করে ওসি সাহেব ছুটিতে আছেন বলে জানান ওসি তদন্ত। ময়মনসিংহের এসপির সাথে যোগাযোগ করে তান্ডবলীলা অবহিত করার পর তিন ঘন্টা পর তিনজন পুলিশ এসে পর্যাপ্ত ফোর্স না থাকার কথা জানিয়ে ভাংচুর ও হামলার ভয়াবহতা দেখে বিস্ময় প্রকাশ করলেও উপস্থিত সবাই হামলাকারী সন্ত্রাসীদের নাম বলে স্থিরচিত্র ও ভিডিও ফুটেজ দেয়ার পরে এবং হামলাকারী সন্ত্রাসীরা আশে-পাশে থাকা সত্বেও কার্যত পুলিশ হামলাকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেয়নি!
ন্যক্কারজনক এ হামলায় নারী-পুরুষসহ অর্ধ শতাধিক আহত হয়। আওয়ামী সন্ত্রাসীরা ৪০ টি মোটর সাইকেল রামদা, কুড়াল দিয়ে কুপিয়ে তান্ডবলীলা চালায়। মধ্য যুগীয় এ হামলা থেকে বয়োবৃদ্ধ মহিলারাও রেহাই পায়নি। হামলার সময় সন্ত্রাসীরা ৯টি মোটর সাইকেল, মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যাওয়াসহ লুট-পাট চালায়।
আওয়ামী সন্ত্রাসীদের পাশবিক এ হামলায় ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চু, গফরগাঁও উপজেলা বিএনপি নেতা আতিকুল ইসলাম বাবুল, মৌলভী ওয়াদুদ মিয়া, পাগলা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনির, গফরগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য হাবিবুল্লাহ খান, মেহেদী হাসান সানি, সোহেল রানা, এনামুল হক, হাবিবুল, সানিল, কাজিম, রহিম, রায়হান, মমিনুল হক, পাগলা থানা স্বেচ্ছাসেবক দল নেতা জহিরুল ইসলাম, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সদস্য হারুনুর রশীদ, পাগলা থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মমিনুল হক, দত্তের বাজার ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শান্ত, উস্থি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আজাহারুল ইসলাম হৃদয়, লিঙ্কন শেখ, ছাত্রদল নেতা তারিকুল ইসলাম পনিসহ অর্ধ শতাধিক আহত হয়।
আহতদের ঢাকা, ময়মনসিংহ, কিশোরগঞ্জের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।
নারকীয় এ হামলা থেকে বিএনপি নেতা আক্তারুজ্জামান বাচ্চুর বৃদ্ধ মাতা আনোয়ারা বেগম, লাভলী বেগম, মনোয়ার বেগম, রানী বেগম, শিরিন সুলতানাসহ বয়স্ক নারী ও শিশুরাও রেহাই পায়নি।