

তারেক রহমানের পক্ষ থেকে যুবনেতা মিল্টনের গুম পরিবারে ঈদ উপহার প্রদান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৩৩ এএম, ৭ জুলাই,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৪:০০ পিএম, ১৬ আগস্ট,শনিবার,২০২৫

আজ বৃহস্পতিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর পক্ষ থেকে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর যুবদলের আহবায়ক জনাব শফিকুল ইসলাম মিল্টন গত ২০১৫ সালের ১২ ফেব্রুয়ারি অবৈধ সরকার দ্বারা গুমের শিকার হওয়া ঢাকা ১৬ সংসদীয় আসনের অন্তর্গত পল্লবী থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নুর আলম এবং পল্লবী থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম তারা'র বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন, তাঁদের খোঁজখবর নেন এবং তারেক রহমানের পক্ষ থেকে ব্যক্তিগত উদ্যোগে ঈদ উপহার প্রদান করেন।
এছাড়াও, পল্লবী থানার ৫ নং ওয়ার্ডের ডি ব্লক ইউনিট মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক, শারীরিকভাবে অসুস্থ সুফিয়া বেগমকে আর্থিক সহায়তা প্রদান করেন।