

জামালপুরে বন্যার্ত মানুষের মাঝে অর্থ সংগ্রহ শুরু করেন ওয়ারেছ আলী মামুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৫৩ পিএম, ৩ জুলাই,রবিবার,২০২২ | আপডেট: ০২:০৭ এএম, ১ জুলাই,মঙ্গলবার,২০২৫

মানুষ মানুষের জন্য, সিলেটসহ সারা দেশে বন্যার্ত মানুষের মাঝে দাঁড়াতে বিএনপির ময়মনসিংহ বিভাগের সহসাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারন সম্পাদক এডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন বিএনপির নেতাকর্মী ও সাধারন মানুষের কাছে গিয়ে অর্থ সংগ্রহ শুরু করেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বিএনপির দেশব্যাপী বন্যার্ত মানুষের জন্য অর্থ সহায়তায় গত শনিবার (২ জুলাই) শহরের স্টেশন রোড়ে বিএনপি কার্যালয়ের সামনে থেকে অর্থ সংগ্রহ করা উদ্বোধন করা হয়।
বিএনপির ময়মনসিংহ বিভাগের সহসাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারন সম্পাদক এডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন জানান, বিএনপি সব সময়ই বানবাসী মানুষের পাশে ছিল, এখনো আছে আগামীতেও থাকবে। বিএনপি সিলেট, ময়মনসিংহ সারা দেশে বন্যার্ত মানুষের পাশে দাড়িয়ে ত্রাণ তৎপরতা অব্যাহত রেখেছে।
আমরা দলীয় নেতাকর্মী ও সাধারন মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করে বানবাসী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরনের জন্য এই অর্থ বিএনপির কেন্দ্রিয় ত্রাণ তহবিলে জমা হবে। অর্থ সংগ্রহকালে জেলা বিএনপিসহ সকল অংগসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।