

পাগলায় ছাত্রলীগের হামলায় হাত ভেঙ্গে গেল যুবদল নেতা এখলাস ও শাকিলের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৩৩ পিএম, ২৬ জুন,রবিবার,২০২২ | আপডেট: ০৫:৫০ পিএম, ৭ জুলাই,সোমবার,২০২৫

ময়মনসিংহের পাগলা থানার পাঁচবাগ ইউনিয়ন ছাত্রলীগ সন্ত্রাসী আলমগীর হায়দার ও হৃদয়ের নেতৃত্বে আজ রবিবার বিকাল ৪ টায় বিনা উস্কানীতে অতর্কিত হামলা চালিয়ে পাগলা থানা যুবদল নেতা তৌহিদুল ইসলাম এখলাসের হাত ভেঙ্গে দিয়েছে এবং যুবদল নেতা শাকিল আহমেদ সজলকে বেদড়ক পিটিয়ে গুরতর আহত করে। কিছুদিন আগেও শাকিলের হাত ভেঙ্গে দিয়েছিল একই সন্ত্রাসীরা। তারা বর্তমানে আহতরা গাজীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এমন ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের অবিলম্বে গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চু।