

নাসির উদ্দিন আহমেদের পিতৃবিয়োগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিবের শোক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:১৬ পিএম, ২৩ জুন,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০২:৫০ এএম, ৭ জুলাই,সোমবার,২০২৫

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম এর শ্রদ্ধাভাজন পিতা ও ব্যারিস্টার মেহনাজ মান্নান এর শশুর সাবেক পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশল শামসুদ্দিন আহমেদ আজ বৃহস্পতিবার ভোর ৬:৩০ এ বাংলাদেশ স্পেশালাইজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। শামসুদ্দিন আহমেদ এর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আজ বৃহস্পতিবার এক শোকবার্তায় বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, "বিএনপি'র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম এর পিতা ও ব্যারিস্টার মেহনাজ মান্নান এর শশুর সাবেক পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশল শামসুদ্দিন আহমেদের মৃত্যুতে তার পরিবারবর্গের ন্যায় আমিও গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি। মরহুম শামসুদ্দিন আহমেদ তার কর্মজীবনে সততা ও নিষ্ঠার সাথে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। একজন রাজনীতিবিদ সন্তানের পিতা হিসেবে তার কর্তব্য ও ভূমিকা স্থানীয় জনসাধারণ ও পরিচিতজনদেরকে অভিভুত করতো। এছাড়াও নিজ এলাকায় বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজের জন্য তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। তার মৃত্যুতে দেশ একজন প্রতিভাবান মানুষকে হারালো যার অভাব সহজে পূরণ হবার নয়। আমি মরহুম শামসুদ্দিন আহমেদ এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।"
অপর এক শোক বার্তায় বিএনপি মহাসচিব বলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম এর পিতা ও ব্যারিস্টার মেহনাজ মান্নান এর শশুর সাবেক পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশল শামসুদ্দিন আহমেদ এর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেন।
তিনি আরও বলেন, মরহুম শামসুদ্দিন ছিলেন একজন দক্ষ ও নিষ্ঠাবান ব্যক্তি। পরহেজগার ও দানশীল মানুষ হিসেবেও তার খ্যাতি ছিল সর্বজনবিদিত। তার মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
বিএনপি মহাসচিব শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকে পরিবারবর্গ, আত্মীয়স্বজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান।
এছাড়া বিএনপি'র ভাইস চেয়ারম্যান মোঃ শাহজাহান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবুল খায়ের ভূঁইয়া এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী পৃথক শোকবার্তায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম এর পিতা সাবেক পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশল শামসুদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ শোকবার্তায় মরহুম শামসুদ্দিন আহমেদ এর রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্খীদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।