

সিলেট বন্যার্তদের পাশে যাচ্ছেন মির্জা ফখরুল ও টুকু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:০৮ পিএম, ২২ জুন,
বুধবার,২০২২ | আপডেট: ০৭:৪২ এএম, ১৯ আগস্ট,মঙ্গলবার,২০২৫

চলমান বন্যা পরিস্থিতিতে সিলেট বন্যার্তদের পাশে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটি সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু আগামীকাল বৃহস্পতিবার (২৩ জুন) ঢাকা থেকে ভোরে সড়ক পথে সিলেট যাবেন।
প্রথম কর্মসূচী সিলেট জেলা জৈন্তাপুর উপজেলায়। এরপর সিলেট মহানগর ১০ নম্বর ওয়ার্ডে কর্মসূচী শেষ করে ঢাকা'র উদ্দেশ্য যাত্রা করার কথা রয়েছে বলে জানিয়েছেন দলের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান।