

আশুলিয়া থানা বিএনপি’র উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:০০ পিএম, ২০ জুন,সোমবার,২০২২ | আপডেট: ১০:৪৫ এএম, ১৪ আগস্ট,বৃহস্পতিবার,২০২৫

আশুলিয়া থানা বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকালে জিরাবো এলাকায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আশুলিয়া থানা বিএনপির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন। সভায় সভাপতিত্ব করেন থানা বিএনপির সভাপতি আজগর হোসেন। সভা সঞ্চালনা করেন আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া।
সভায় আরও উপস্থিত ছিলেন, সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ মাঈনুল হোসেন বিল্টু, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক ইলিম মোহাম্মদ নাজমুল হোসেন, ঢাকা জেলা বিএনপির সহ-সভাপতি বাসেদ দেওয়ান, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুর রহমান বাবুল, ঢাকা জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক শরিফুল আলম, ধামসোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মোখলেছুর রহমান ইলিয়াস শাহী, পাথালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ তমিজ উদ্দিন প্রমুখ।
এছাড়া যুবদল, ছাত্রদলসহ সংগঠনের বিভিন্ন শাখার নেতাকর্মীগণ অংশ নেন। পরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মোনাজাত করা হয়।