

যুবনেতা মিল্টনের উদ্যোগে কোরআন খতম, দোয়া মাহফিল ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:০৩ পিএম, ১৯ জুন,রবিবার,২০২২ | আপডেট: ০১:২৩ পিএম, ৭ জুলাই,সোমবার,২০২৫

আজ রবিবার বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান(বীর উত্তম) এর ৪১তম শাহাদাত বার্ষিকী এবং তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া'র আশু সর্বাঙ্গীন সুস্থতা ও নেকহায়াত, বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং উনার পরিবারের সকল সম্মানিত সদস্যদের সর্বাঙ্গীন সুস্থতা ও নেকহায়াত এবং মরহুম আরাফাত রহমান কোকো'র মাগফিরাত কামনায়, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির নবনির্বাচিত সিনিয়র যুগ্ম সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর যুবদলের সম্মানিত আহবায়ক শফিকুল ইসলাম মিল্টনের উদ্যোগে ঢাকা ১৬ সংসদীয় আসনের অন্তর্গত রুপনগর থানায় অবস্থিত হাফিজিয়া ফোরকানিয়া মাদ্রাসা ও এতিমখানায় সকালে পবিত্র কোরআন খতম, বাদ জোহর দোয়া মাহফিল এবং দোয়া শেষে মাদ্রাসার সম্মানিত শিক্ষক, সহকারীবৃন্দ এবং এতিম শিশুদের দুপুরে খাওয়ার জন্যে রান্না করা উপাদেয় খাবারের ব্যবস্থা করা হয়।