জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে বিএনপির বৈঠক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:২৯ পিএম, ১৮ জুন,শনিবার,২০২২ | আপডেট: ০৯:৫৬ পিএম, ৫ ডিসেম্বর,শুক্রবার,২০২৫
চলমান রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলামের সাথে বৈঠক করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।
আজ শনিবার (১৮ জুন) সন্ধ্যা ৭টায় গুলশান চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটি সদস্য ও ২০ দলীয় জোট সমন্বয়ক নজরুল ইসলাম খান।
বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি শায়খুল হাদীস আল্লামা মনসুরুল হাসান রায়পুরীর নেতৃত্বে উপস্থিত ছিলেন শায়খুল হাদীস হাফেজ মাওলানা ডক্টর গোলাম মহিউদ্দিন ইকরাম, মওলানা আব্দুর রহিম ইসলামাবাদী, শায়খুল হাদীস আল্লামা শেখ মজিবুর রহমান, মওলানা শহীদুল ইসলাম আনসারী, আলহাজ্ব জামাল নাসের চৌধুরী, মওলানা আব্দুল মালিক চৌধুরী, মওলানা আব্দুল হক কাওসারী, মওলানা রশিদ বীন ওয়াক্কাস, মুফতী জাকির হোসাইন খান।




