

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গাজীপুরে যুবদলের দোয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:২৯ পিএম, ১৭ জুন,শুক্রবার,২০২২ | আপডেট: ০৭:২১ এএম, ১১ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গাজীপুর মহানগর যুবদলের উদ্যোগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া ও এতিমদের মাঝে খাদ্য বিতরন কর্মসূচী পালিত হয়।
আজ শুক্রবার (১৭ জুন) উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান উদ্দিন সরকার।
সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর যুবদলের আহবায়ক সাজেদুল ইসলাম, দোয়া পরিচালনা করেন গাজীপুর মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদ হাসান রাজু।